নবী মুহাম্মদ (সাঃ)
মোঃ বেলাল উদ্দিন
সকল নবীর সেরা নবী, আমার নবী মুহাম্মদ (সাঃ)।
দু’জাহানের সেরা নবী, আমার নবী মুহাম্মদ (সাঃ)।
সৃষ্টিকূলের সেরা মণি, আমার নবী মুহাম্মদ (সাঃ)।
সৃষ্টিকর্তার আপন মণি, আমার নবী মুহাম্মদ (সাঃ)।
যাঁহার তেষট্টি বছর জিন্দেগীতে, নেই কোন একটি পাপ।
আমার নবী মুহাম্মদ (সাঃ), আমার নবী মুহাম্মদ (সাঃ)।
যাঁহাকে ছাড়া সৃষ্টির সব, কল্পনা যে করে না।
আমার নবী মুহাম্মদ (সাঃ), আমার নবী মুহাম্মদ (সাঃ)।
ইসলামের বিরোধীরা, যাঁহার কাছে ছিল নিরাপদ।
আমার নবী মুহাম্মদ (সাঃ), আমার নবী মুহাম্মদ (সাঃ)।
মা-বোনের সম্মান আনিয়ে দিলেন,
যিনি আমার নবী মুহাম্মদ (সাঃ)
তাঁহাকে ছাড়া জান্নাতে তো, প্রবেশ করা হবে না।
আমার নবী মুহাম্মদ (সাঃ), আমার নবী মুহাম্মদ (সাঃ)।
যাঁহাকে মহব্বত করলে, সৃষ্টিকর্তা খুশি হন।
আমার নবী মুহাম্মদ (সাঃ),আমার নবী মুহাম্মদ (সাঃ)।
যাঁহাকে দেখার খুবই ইচ্ছা, এই জীবনে একটি বার।
আমার দয়াল নবী মুহাম্মদ (সাঃ), আমার নবী মুহাম্মদ (সাঃ)।
Discussion about this post