বাংলাদেশ ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো ব্যাটিং করেননি ক্রিস গ্রিভস। ব্যাটিং নিয়ে কখনো ভাবার দরকারও তাঁর নেই। লেগ স্পিনার হিসেবে স্কটল্যান্ডে ঢুকেছেন। টি-টোয়েন্টিতে শেষ দিকে এসে প্রতিপক্ষকে চেপে ধরাই তাঁর মূল কাজ। আজ সেটা করেছেনও। ১৪১ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের মূল দুই ব্যাটিং স্তম্ভ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে আউট করে দিয়েছেন। তিন ওভারে মাত্র ১৯ রান দিয়ে এই দুই উইকেট পেয়েছেন ম্যাচসেরা গ্রিভস।
তবে ম্যাচের সেরা হওয়ার জন্য মূল কাজটা আগেই সেরে নিয়েছেন এই স্কটিশ। দুর্দান্ত এক ইনিংসে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে দলের সুযোগ করে দিয়েছিলেন। পরে সে সুযোগটা কাজে লাগিয়েছে স্কটল্যান্ড।
এর আগে মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। সেটাও মাত্র ৯ দিন আগে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলা সে ম্যাচে ব্যাট করার দরকার হয়নি। মাত্র ৪টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।
সেই গ্রিভস আজ স্কটল্যান্ডকে বাঁচিয়ে দিলেন ব্যাট হাতে। ১১তম ওভারে নেমেছিলেন। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে তখন কাঁপছে স্কটল্যান্ড। গ্রিভস মার্ক ওয়াটের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে এনে দিলেন ৫১ রান। ৪ চার ও ২ ছক্কায় ২৮ বলে করে ফেললেন ৪৫ রান। তাঁর কারণেই শেষ ৮ ওভারে ৮৫ রান তুলেছে স্কটল্যান্ড। আর ম্যাচটাও ৬ রানে জিতে নিয়ে চমকে দিল তারা।
Discussion about this post