জাসেদুল ইসলাম : দুবাইতে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যা ও পনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শেরাটন দুবাই ক্রিক হোটেল হল রুমে আয়োজিত এই সাহিত্য সন্ধ্যাটির নামকরণ করা হয়েছিল – ‘গীতি-কাব্যে অরুণিমা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইউএই’র উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপির সার্বিক তত্বাবধানে সংক্ষিপ্ত আলোচনা ও সম্মাননায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবীন্দ্র সঙ্গীত শিল্পী ইয়াসমিন কালাম মেরুনা।
এসময় দু’পাশে দেয়ালে রাখা পর্দায় ভেসে আসে কবিতা ‘ওড টু জর্জ ফ্লয়েড’। কবি জামাল হোসেনের লেখা এই কবিতাটি আবৃত্তি করেন কলকাতার সতীনাথ মুখোপাধ্যায়। স্থিরচিত্র আর বর্ণনায় পুরো সাত মিনিট জুড়ে স্তব্ধ হয়ে যায় পুরো হল রুম।
ড. তারেক আহমেদের আবৃত্তি যেমন সবার মনোযোগ টানছিল তেমনি মুগ্ধ করছিল সামিদা চৌধুরী পপির কণ্ঠে গান ও ‘কাদম্বরী দেবীর সুইসাইড নোট’ পরিবেশনায় স্নিগ্ধ সরকার তিথি, ইয়াসমিন মেরুনা, আহমেদ ইখতিয়ার পাভেল দর্শকদের সাহিত্যের গভীরে নিয়ে যেতে সক্ষম হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, আমরা শেকড় থেকে বিচ্যুৎ হলে গর্ব করার কিছুই থাকবে না। আমরা যেন শেকড়ের সন্ধান করি। আমাদের শেকড় বাংলাদেশ মুক্তিযুদ্ধ। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা। যিনি এই ভুখন্ড স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন সেই মহান নেতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনিই আমাদের বিশুদ্ধ সংস্কৃতি চর্চা করার সুযোগ করে দিয়ে গেছেন।
বিশেষ অতিথি ফারাজ করিম চৌধুরী বলেন, এই অনুষ্ঠান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি, আট-দশটি রাজনৈতিক অনুষ্ঠানে গেলেও এত অভিজ্ঞতা হতো না। আমাদের তরুণদের আধুনিক হতে বাধা নেই। তবে সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে আধুনিক হতে হবে। মনে রাখতে হবে, সংস্কৃতি বদল না করে বরং সংস্কৃতিকে ব্যবহার ও নিজেকে সঠিক নিয়মে রেখে এগিয়ে যেতে হবে।
এছাড়া অনুষ্ঠানে শেষে উপস্থিত সংগঠনের কয়েকজন পৃষ্ঠপোষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি। সম্মাননা প্রদানকালে সংগঠনের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি ও সভাপতি ইয়াসমিন কালাম মেরুনা অনুষ্ঠানে আগত অতিথি এবং প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়
Discussion about this post