সিলিব্রেটিবিডি
সিনেমায় নয়, একেবারে পাবলিক প্লেসেই। কখনও আচমকা, কখনও আবার বলেকয়েই! বলিউডের তারকাদের এই জনসমক্ষে চুমুগুলি নিয়ে বিস্তর জলঘোলা আর বিতর্ক হয়েছিল। বেশ কিছু ক্ষেত্রে খেসারতও দিতে হয়েছিল সেই তারকাদের। সেই সব চুমুর ছবিই এক নজরে দেখে নেওয়া যাক।
শাহিদ কপূর-করিনা
তখন চুটিয়ে প্রেম করছেন শাহিদ কপূর আর করিনা কপূর। দু’জনের একটি এমএমএস ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়ো ফুটেজে দেখা যায়, লিপলক করে আছেন দু’জন। আর তার জেরে রাতারাতি সংবাদের শিরোনামে চলে আসেন শাহিদ আর করিনা। যদিও সে ভিডিয়ো ডিকম্পোজড বলে উড়িয়ে দিয়েছিলেন করিনা। এক সংবাদপত্রের বিরুদ্ধে আইনি নোটিসও পাঠান অভিনেত্রী।
মহেশ ভট্ট-পূজা ভট্ট
বাবা আর মেয়ে দু’জনে চুমু খাচ্ছেন। আর সেই ছবিই এক ম্যাগাজিনের কভারে। বাবা মহেশ ভট্ট আর মেয়ে পূজা ভট্ট। গোটা দেশবাসী ভ্রু কুঁচকে ছিল বাবা মেয়ের এমন চুম্বনের দৃশ্য দেখে। হয়েছিল সমালোচনাও।
রেখা-হৃত্বিক
রেখা আর হৃত্বিক রোশনের চুম্বনের এই ছবিও সামনে এসেছিল। এই ছবি নিয়েও এক সময়ে খুব বিতর্ক হয়েছিল।
নামজাদা-জেঠমলানি
নামজাদা আইনজীবী এবং রাজনীতিবিদ রাম জেঠমলানির নামও এক সময়ে চুম্বন বিতর্কে জড়িয়েছিল। একটি অনুষ্ঠানে তাঁকে লিপলক করেন ধর্মেন্দ্র। তুঙ্গে ওঠে বিতর্ক।
শাহরুখ-ব্যারোম্যান
সোশ্যাল মিডিয়ায় তীব্র ঝড় উঠেছিল শাহরুখ খানের এই চুমুর ছবি নিয়ে। সে ছবিতে আবার একজন পুরুষকে চুমু খাচ্ছিলেন বলিউড বাদশা। একটি শো’তে অতিথি হিসেবে গিয়ে এমন কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিলেন শাহরুখ। তিনি যাঁকে চুমু খেয়েছিলেন তিনি ছিলেন জন ব্যারোম্যান।
বিপাশা-সিআরসেভেন
বিপাশা বসু আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। আর এই বিতর্কের নেপথ্যে কিন্তু রয়েছে একটাই ছবি। সেই ছবিতেই বিপাশা আর সিআরসেভেন-কে দেখা গিয়েছিল চুমু খেতে।
মিকা সিংহ-রাখি
গায়ক মিকা সিংহ তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী রাখি সবন্ত। আর মিকার অভিযোগ, রাখিই নাকি তাঁকে প্রথম চুমু খেয়েছিলেন। তবে আর যাই হোক, দু’জনের চুম্বনের ছবি কিন্তু প্রকাশ্যে এসেছিল।
রিচার্ড-শিল্পা
ভারতে এডস সচেতনতার প্রচারে এসেছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। সেখানে হাজির ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। শিল্পাকে দেখেই জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন রিচার্ড। সেই চুম্বনের ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়।
সিলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post