সেলিব্রেটিবিডি
পুবাইলের দিকে কাজ করতে চান না জনপ্রিয় অভিনেত্রী এ্যানি খান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।
ওই স্ট্যাটাসে তিনি লিখেন, পুবাইলের যাবতীয় কাজ ঈদের পর ছেড়ে দেবো। এ জ্যম আর এ রাস্তায় চলাচল করতে অসুস্থ হয়ে পড়ছি।…. যারা পুবাইলের দিকে কাজ করবেন তারা আমাকে না রাখাই উত্তম।
আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত একটি নাটকে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী এ্যানি খান। নাটকের নাম ‘মানিক চিপা’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post