১৯ সেপ্টেম্বর রবিবার থেকে আবুধাবিতে আগত দর্শনার্থীরা করোনার নেগেটিভ পরীক্ষার ফলাফল উপস্থাপন না করেই দেশের যে কোনো স্থান থেকে রাজধানীতে প্রবেশ করতে পারবে।
কোভিড-১৯ মহামারীর জন্য আবুধাবি জরুরী সংকট ও দুর্যোগ কমিটি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে থেকে আমিরাতের প্রবেশ পদ্ধতি আপডেট করেছে এবং প্রবেশের জন্য কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল করার অনুমোদন দিয়েছে।
কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “কমিটি কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং সকল নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় আমিরাতের সাফল্য বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।”
২০২০ সালের গ্রীষ্মকাল থেকেই প্রবেশের এই নিয়ম চালু আছে। আমিরাতে প্রবেশের জন্য নিয়মিত যাত্রী, অফিসগামী, পরিবার, পর্যটক এবং অন্যান্য সকল শ্রেণীর ভ্রমণকারীদের আবুধাবির বেশ কয়েকটি সীমান্ত প্রবেশ পয়েন্টে নেগেটিভ পিসিআর রিপোর্ট দেখানোর প্রয়োজন ছিল।
আবরধাবি কর্তৃপক্ষ আন্তর্জাতিক যাত্রী এবং করোনা পজেটিভ রুগীদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের জন্য রিস্টব্যান্ড ব্যবহার না করে হোম কোয়ারেন্টাইনের অনুমোদন দিয়েছে, রবিবার থেকে কার্যকর হবে। তবে, পজেটিভ ক্ষেত্রে এখনও একটি রিস্টব্যান্ড পরতে হবে।
Discussion about this post