এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো প্রবাসীরা ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন। রোববার নতুন সংস্কারের অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে আইন অনুযায়ী, কর্মীদের যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে ৩০ দিনের মধ্যে আমিরাত ত্যাগ করতে হয়। কিন্তু কর্তৃপক্ষ গ্রেস পিরিয়ড শিথিল করছে এবং চাকরি হারানোর পর কর্মীরা আমিরাতে তিন থেকে ছয় মাস অবস্থান করতে পারবে।
এই ঘোষণা কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে, কারণ এতে করে তারা অন্য চাকরি খোঁজার জন্য যথেষ্ট সময় পাবে। ফলে সংযুক্ত আরব আমিরাতের জন্য এটি দেশের মধ্যে প্রতিভা ধরে রাখতে সাহায্য করবে।
বিদেশ ও বাণিজ্য মন্ত্রী ডা.থানি বিন আহমেদ আল জেইউদি বলেন, “আমরা চাকরি হারানোর পর কর্মীদের দেশ ত্যাগ করার সময়সীমা শিথিল করছি। আগের ৩০ দিনের পরিবর্তে, মানুষের দেশ ছেড়ে যাওয়ার জন্য ৯০ থেকে ১৮০ দিন সময় পাবে।



























