মন এই ভালোতো এই খারাপ। এমন মন বদল বা মুড সুইং আমাদের প্রায় সবারই হয়ে থাকে। পারিবারিক, সামাজিক বা অফিসিয়াল ঝামেলা না থাকলে পুরুষের ক্ষেত্রে মুড সুইং তেমন একটা উপলব্ধি না হলেও মুড সুইং বেশি দেখা যায় নারীদের মধ্যে। বিশেষ করে পিরিয়ড এর সময়।
এই সময়ে নারীদের হরমোন ওঠানামা করে সবচেয়ে বেশী আর যার কারণে রাগ, কান্না, খিটখিট মেজাজ, সবই হয় বাঁধনছাড়া। এই সময় সব কিছুই অসহ্য লাগে। গর্ভাবস্থায় তাদের মুড সুইং আরো অনেক বেশি।
এই সময়ে পুরুষ হিসাব আমাদের করণীয়।
একটু পাশে দাঁড়ান। এই প্রিয় মানুষটি হতে পারে আপনার বোন, বান্ধবী, বউ অথবা প্রেমিকা। আপনি প্রিয় মানুষটাকে অনেক ভালবাসেন, এই সময়টা আর একটু বেশি ভালবাসুন, আপনার বোন এর সাথে আপনার খুনসুটি লেগেই থাকে, এই সময়টা তে জানিয়ে দিন যে সে পৃথিবীর শ্রেষ্ঠ বোন। আপনার সহধর্মিণী কে আর ও একটু সাপোর্ট দিন, তাকে বলুন আপনি কত ভাগ্যবান তাকে পেয়ে। বান্ধবীটিকে বলতে ভুলবেন না যে সে কত ভালো!
বিনিময়ে যদি খিটখিটে মেজাজের একটু বকা শুনতে হয়, মেনে নিন, তাও হাসিমুখে বলুন “তুমিই সেরা”। প্রিয়জনের মুখে হাসি ফুটাতে এতটুকু তো আমরা করতেই পারি, তাই না?
কাজী ইসমাইল আলম
দুবাই- আরব আমিরাত।
Discussion about this post