চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত আনিসুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫২ কার্টন বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যরা এসব সিগারেট জব্দ করেন।
বন্দর সূত্রে জানা যায়, আনিসুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
তিনি আজ সকাল ৭টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।
পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫২ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন।
Discussion about this post