কামরুল হাসান জনি : করোনার বিস্তার রোধে দীর্ঘ সময় ধরে বন্ধ বাংলাদেশ থেকে আমিরাতগামী যাত্রীবাহী ফ্লাইট। গত ১২ মে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার। নিষেধাজ্ঞা কাটিয়ে গত ৫ আগস্ট থেকে ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা করছে দেশটি। তবে এই তালিকায় নেই বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অপেক্ষার সময় আরেকটু দীর্ঘ হচ্ছে বটে। কিন্তু চলতি মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে ইতিমধ্যে জানিয়েছেন কনস্যুলেট।
যদি ফ্লাইট চালু হয়ে যায় সেক্ষেত্রে কিছু বিষয়ে আটকে পড়া প্রবাসীদের খেয়াল রাখতে হবে। যেমন- আমিরাতের কোন প্রদেশের ভিসাধারী, ফেরার পূর্বে অনুমতি নেওয়া হয়েছে কিনা, টিকিটের সময় বৃদ্ধি করা হয়েছে কিনা।
যতটুকু বুঝতে পারছি, দেশে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরে আসতে ব্যাকুল হয়ে আছেন। মনে রাখবেন, আপনি যদি আবুধাবি বা শারজাহর ভিসাধারী হয়ে থাকেন তাহলে দুবাই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। দুবাই বিমানবন্দরে কেবল দুবাইয়ের রেসিডেন্স ভিসা কিংবা ভ্রমণ ভিসাধারীরা জিডিআরএফএ’র অনুমোদন নিয়ে ফিরতে পারবেন। দেশ থেকে ফেরার পূর্বে বিষয়টি ভালোভাবে অবগত হয়ে আসবেন।
আসার সময় অবশ্যই পিসিআর টেস্টের রিপোর্ট সঙ্গে রাখতে হবে। যাত্রীরা অন্তত ১৪দিন পূর্বে ২ ডোজ টিকা গ্রহণ করা থাকতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের আতংকিত হবার কারণ নেই। করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকা দেশগুলোতে আটকে পড়াদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আপাতত, টিকা গ্রহণ করুন। ফ্লাইট স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
লেখক: আরব আমিরাত প্রতিনিধি
দৈনিক সমকাল
দুবাই, ১১ আগস্ট ২০২১
Discussion about this post