সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর বা ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।
চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকের পক্ষে রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান।
সিটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে।
বাংলাদেশে ব্যবসা করে নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে এই প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।
ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিয়মিত করদাতা হিসেবে চলতি মাসে ভ্যাট রিটার্ন দিয়েছে ফেসবুক।
Discussion about this post