আরব আমিরাতে’র প্রবাসী সাংবাদিক এম আবদুল মান্নানের মা ছেনোয়ারা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ জুলাই) রাত দেড়টায় চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুল মান্নান কালের কণ্ঠের আমিরাত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আবদুল মান্নানের পরিবার সূত্রে জানা গেছে, ছেনোয়ারা বেগম গত ২৪ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে ছেনোয়ারা বেগম স্বামী, চার সন্তান, ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজা বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে সাংবাদিক মান্নানের মায়ের অকাল মৃত্যুতে আমিরাতের প্রবাসী সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post