বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন তথা কুরবানি করা হবে।
রোববার সন্ধ্যায় ফেনীর আকাশে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) গোলাম জাকারিয়া।
এদিকে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক বসে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব করেন।
Discussion about this post