ইশতিয়াক আসিফ, বিশেষ প্রতিনিধি: দুবাই স্বাস্থ্য মন্ত্রণালয় ১২ থেকে ১৫ বয়সের কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োনেটেক কোভিড -১৯ ভ্যাকসিন এর অনুমোদনের ঘোষণা দিয়েছে। এখন থেকে আমিরাতে ১২ থেকে ১৫ বছরের শিশু বা তার উর্দ্ধের কিশোর কিশোরীরা ফাইজার-বায়োনেটেক কোভিড -১৯ নামে ভ্যাকসিন নিতে পারবেন। এ বয়সের শিশু বা কিশোর-কিশোরীদের বাবা মায়েরা মোহ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারবেন তাদের বাচ্চাদের জন্যে । এ বয়সের সবার জন্যে এমএইচএইপ ওয়েবসাইটের অনলাইনে বুকিং দিয়ে এ ভ্যাকসিন নিতে হবে ।
দুবাইয়ের প্রাইম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ রোবা মানাচি বলেন, “ক্লিনিকাল পরীক্ষার ফলাফলের মূল্যায়নের উপর ভিত্তি করে এই অনুমোদন দেওয়া হয়েছিল। এ ভ্যাকসিনটি ১২ থেকে ১৫ বা তার উর্দ্ধে বয়সি কিশোর কিশোরীদের জন্যে নিরাপদ এবং ১০০% কার্যকর ছিল বলে আশ্বাস দিয়েছেন তিনি। জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিনিকাল ট্রায়ালগুলি ২ হাজারেরও বেশি বাচ্চাদের ফাইজার-বায়োনেটেক নামে এ ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে দেওয়া হয়েছে এবং তখন দেখা যায় এটি প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়।
আমিরাতের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ করেছে ১৫ মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাত স্বাস্থ্য খাতের আনুষ্ঠানিক মুখ্যপাত্র ডাঃ ফরিদা আল হোসানী বলেছেন, যদিও এই ভ্যাকসিন কেউ গ্রহণ করেন। তাহলে নিশ্চিত দেওয়া যাবে না যে ভাইরাসে আক্রান্ত হবে না। তবে এটি গ্রহণে সংক্রমণের হার হ্রাস পাবে এবং মৃত্যুর হার কমাতে কার্যকর ভুমিকা পালন করবে বলে প্রমাণিত বলে জানান তিনি।
Discussion about this post