সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, এয়ারম্যানকে জারি করা এক বিজ্ঞপ্তিতে (নোটাম) জানিয়েছে যে,করোনা সংক্রমন ঠেকাতে বাংলাদেশ-ভারতসহ ১৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কার্গো ফ্লাইটের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও চার্টার ফ্লাইটগুলি এই বিধিনিষেধ আওতা মুক্ত থাকবে।
উল্লেখ্য দেশগুলো হলো; ভারত-বাংলাদেশসহ অন্যান্য ১২ টি দেশে, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
সূত্রঃ গলফ নিউজ
Discussion about this post