আবদুল আলীম সাইফুল: আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন । তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবুধাবির উপশহর মদিনা যায়েদে মিয়াজি বিল্ডিং মেটিরিয়ালস এর যাত্রা শুরু করেছে।
১৭ ই জুন বৃহস্পতিবার বিকেল স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতের পশ্চিমাঞ্চল খ্যাত মদিনা যায়েদ(বেদা যায়েদ) ফিশ মার্কেট বিল্ডিংয়ে মিয়াজি বিল্ডিং মেটিরিয়ালস শপের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় লোকাল স্পন্সর মোহাম্মদ রাসেদ আবদুল্লা আল মেহরোবি ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন সেই সাথে তিনি নুরুল ইসলামের সততা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
নুরুল ইসলাম মিয়াজি, ইসমাইল হোসেন মিয়াজি ও ইব্রাহিম মিয়াজি নামের তিন সহোদরের ৪র্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের তিন ভাইয়ের যৌথ মালিকানায় বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি,লন্ড্রি দোকান ও মোবাইল দোকান রয়েছে এই শহরে। উদ্বোধনের সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুরুল ইসলাম মিয়াজি আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Discussion about this post