বাংলাদেশসহ ১০টি দেশ থেকে আমিরাতে প্রবেশের স্থগিতাদেশ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
আমিরাতের বিমান সংস্থা আল ইত্তিহাদ এয়ারলাইন্স আজ সোমবার তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জানিয়েছে বাংলাদেশসহ ৭টি দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিটের বুকিং আগামি ৭ই জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত মে মাসের ১২ তারিখ থেকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াই বাংলাদেশে,ভারতসহ দক্ষিন এশিয়ার ৫টি এবং আফ্রিকার ৫টি দেশ থেকে আমিরাতে যাত্রী প্রবেশের উপর স্থগিতাদেশ রয়েছে।
এবং যে সকল যাত্রী বিগত ১৪দিনে এই সব দেশ ভ্রমণ করেছে তারাও আমিরাতে প্রবেশ করতে পারবেনা।
তবে আমিরাত থেকে বাংলাদেশ,পাকিস্থান,শ্রীলংকায় যাত্রীবাহী ফ্লাইট চলবে। এবং আমিরাতের নাগরিক,কূটনীতিক,আমিরাতের গোল্ডেন ভিসাধারিরা আমিরাতে প্রবেশ করতে পারবে।
বর্তমানে যে সকল দেশের থেকে আমিরাতে ফ্লাইট বন্ধ রয়েছে সেগুলো হলোঃ বাংলাদেশ, ভারত,পাকিস্থান,শ্রীলংকা,নেপাল, দক্ষিন আফ্রিকা,ভিয়েতনাম,কংগো,জাম্বিয়া,উগান্ডা
Discussion about this post