বিমানে নিউইয়র্ক থেকে লন্ডন পাড়ি দিতে এখন সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। কিন্তু আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স দ্রুত গতির বুম সুপারসনিক নামে যে বিমান আনছে তাতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।
একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে বুম সুপারসনিক নামে ১৫টি সুপারসনিক বিমান কেনার হবে বলে জানিয়েছেন ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও স্কট কার্বি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ২০২৫ সালে পরীক্ষামূলক ভাবে এ বিমান চলাচল শুরুর পরিকল্পনা আছে। ২০২৯ সালে বাণিজ্যিকভাবে বুম সুপারসনিকের যাত্রা শুরু হতে পাড়ে।
ইউনাইটেড জানিয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে তাদের সুপারসনিক বিমান ‘ওভারচার’ কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার কথাও উল্লেখ আছে।
বিশেষজ্ঞ মহল মনে করছে গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে।
আকাশপথে সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগে পাড়ি দিতে পারে। বর্তমানে নিউইয়র্ক থেকে লন্ডনে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যায়। বুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান এ পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে।
Discussion about this post