আবুধাবিতে ব্যাইনোনা জেনারেল ক্লিনিং কোম্পানি বিগত পাঁচ মাস থেকে বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কোম্পানির শ্রমিকরা। আবুধাবির মাপরাক ক্যাম্পে কোম্পানির বাংলাদেশী সহ প্রায় তিন শতাধিক শ্রমিক রয়েছেন। গত পাঁচ মাস ধরে কোম্পানির কাজকর্ম বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন প্রায় ১০ থেকে ১২ বছরের কর্মরত অনেক শ্রমিক।
একদিকে পানির সংকট অন্যদিকে খাবার সমস্যা। পাঁচ মাস কাজ না থাকায় বেতন দিচ্ছে না মালিকপক্ষ। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে খাবার দিয়ে যায়।
আবুধাবি পুলিশের সহযোগিতায় শ্রমিকদের সাথে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগের সুযোগ হয়। কোম্পানির কর্মরত বাংলাদেশীদের ডকুমেন্ট দূতাবাসে জমা দেওয়া হয়। রাষ্ট্রদূত আবু জাফরের নির্দেশে গতকাল ২১ মে দুপুরে বাংলাদেশ দূতাবাস শ্রমকল্যাণ উইং কাউন্সিলর (স্থানীয়) মোসাম্মৎ লুৎফুন নাহার নাজিমের নেতৃত্বে লেবার উইং কর্মকর্তারা সহ এই অসহায় শ্রমিকদের মাঝে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় লেবার কাউন্সিলর লুৎফুন নাহার নাজীম বলেন “সরকার সব সময় প্রবাসীদের পাশে আছেন। যে কোন সময় কোন প্রবাসী বিপদে পড়লে আমাদের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সহযোগিতা করে যাব। আমরা আপনাদের পাওনা অর্থ আদায়ের সহযোগিতা করবো। আমিরাতের আইন কানুন মেনে চলার পাশাপাশি করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ।
Discussion about this post