সৌদিগামী ফ্লাইটের যাত্রীদের দুই ডোজ করোনা ভ্যাকসিন নিলেও সাত দিনের কোয়ারেন্টাইনসহ কয়েকটি কঠিন শর্তারোপের কারণে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আজ থেকে পরবর্তী চার দিনের সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এটি সৌদিতে বিমানের জেদ্দা, দাম্মাম ও রিয়াদ স্টেশনের কান্ট্রি ম্যানেজারকে ই-মেইলে জানিয়ে দেওয়া হয়েছে।
গত রোববার বাংলাদেশ বিমানকে ই-মেইল বার্তায় সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানায়, ২০ মে রাত ১২টা (স্থানীয় সময়) থেকে সৌদিগামী বিমানের ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে অবশ্যই নিজ খরচে (থাকা ও খাওয়া) সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কোয়ারেন্টাইনের থাকা খাওয়ার খরচ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে কেটে নেওয়া হবে।
একই সঙ্গে যাত্রী যাওয়ার পর দ্বিতীয় দিন এবং ষষ্ঠ দিন করোনা পরীক্ষা করা হবে।
সেই খরচও এয়ারলাইনস থেকে কেটে নেওয়া হবে।
এছাড়া সৌদিগামী সবার মেডিক্যাল ইনসিওরেন্স থাকতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, সৌদি যে সমস্ত কঠিন শর্ত দিয়েছে সেগুলো আবার চার দিন আগে তাদেরকে কনফার্ম করতে হবে।
যার ফলে ওই চার দিনের ফ্লাইট স্থগিত রাখতে হচ্ছে।
Discussion about this post