সৌদিতে ঢুকতে হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ! ভ্যাকসিন গ্রহণ করেন নাই এরকম সকল যাত্রীদের সৌদি আরবে প্রবেশের প্রাক্কালে প্রাতিষ্ঠানিক বাধ্যতামূলক কোয়ারাইন্টাইনে যেতে হবে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিহত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ২০ মে থেকে সমগ্র পৃথিবী থেকে আগত ভ্যাকসিন গ্রহণ করেন নাই, এবং ইমিউন না এরকম যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে যেতে হবে।
তাদেরকে সৌদি আরবে প্রবেশের সময়েই একবার আরটি পিসিআর কোভিড-১৯ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং কোয়ারাইন্টাইনের ৭ম দিনে তাদের দ্বিতীয় টেস্ট করা হবে।
তবে নিম্নলিখিত যাত্রীরা এর আওতার বাহিরে থাকবেন-
১/ সকল সৌদি নাগরিক, নাগরিকের পত্নী, নাগরিকের পুত্র ও কন্যা এবং তাদের যে কোনও কর্মচারী/গৃহকর্মী।
২/ যে সকল যাত্রী ভ্যাকসিন ডোজ নিয়েছেন। এবং তাওয়াক্কালনাতে ইমিউন আছেন।
৩/ সরকারী প্রতিনিধি দল
৪/ যারা কূটনৈতিক ভিসা রাখেন, কূটনীতিক এবং তাদের পরিবার।
৫/ এয়ারলাইন ক্রু এবং নাবিক
৬/ সমস্ত স্থল বন্দর হতে সকল চালক এবং তাদের সহকারীরা।
৭/ সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ে কর্মরত আছেন যারা ।
এছাড়া সকলকেই করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
Discussion about this post