করোনাভাইরাস প্রতিরোধে কানাডায় শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কার্যক্রম। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাশপাশি করোনায় মৃত্যু ও আক্রান্তের হার খানিকটা কমতে থাকায় প্রতিটি অঙ্গরাজ্যে–লকডাউন, জরুরি অবস্থা ও কারফিউতে শিথিলতা আনা হয়েছে।
কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানের করোনা ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন এই চারটি কোম্পানির যে কোনো একটি ভ্যাকসিন নিজেদের ইচ্ছেমতো নিতে পারছেন সাধারণ মানুষ। প্রতিটি শহরের ফার্মেসিগুলোতে ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন আগ্রহীরা।
মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশন এলাকায়– ক্লিনিকে ভ্যাকসিন নিতে পেরে স্বস্তিবোধ করছেন প্রবাসী বাংলাদেশিরা। বেশিসংখ্যক প্রবাসীর পছন্দ ফাইজারের টিকা বলে জানা গেছে।
কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১৩ লাখ মানুষ। মৃত্যু অন্তত ২৫ হাজার ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, সবার টিকা নিশ্চিত করা গেলে কমে আসবে করোনার প্রকোপ।
Discussion about this post