২৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিজনেস ফোরাম-বিবিএফ ইউ এ ই’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজমান’র একটি হলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি কামাল হোসাইন খান সুমনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই’র মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেইন খান।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর কনসাল জেনারেল বলেন মাহে রমজানের শিক্ষাকে আমাদের সকলের ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে, বিজনেস ফোরামের উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমিতি শারজাহ’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, তিনি ফোরামের গৃহীত বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
করোনা মহামারীসহ বিভিন্ন দূর্যোগে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিজনেস ফোরাম খুব শীঘ্রই আমিরাত সরকার কর্তৃক নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানান সংগঠনটির সভাপতি কামাল হোসাইন খান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহীম ওসমান আফলাতুন ও জসিম উদ্দিন মল্লিক। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সৌরভ হোসেন সজিব।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য রসায়নবিধ ড. জাফর ইকবাল ও নাসির চৌধুরী। ফোরামের সাধারণ সম্পাদক আবু-বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি মনসুর মোহাম্মদ খলিল, মিহির ব্রাগনোরা, ও শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি ওবাইদুল হক, প্রচার সম্পাদক মোস্তফা জামান ও ক্রীড়া সম্পাদক মিঠুন শীল। বঙ্গবন্ধু পরিষদ আজমানের সিনিয়র সহ-সভাপতি আজগর চৌধুরী, চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এহসান চৌধুরী, চকরিয়া প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক। কমিউনিটি নেতা আজম খান, আব্দুল কাদের, বাংলাদেশ স্পোর্টস ক্লাব আজমানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ, বিবিএফ এক্সিকিউটিভ মেম্বার সিরাজুল ইসলাম সোহাগ, ৭১ টিভি প্রতিনিধি লুৎফুর রহমান, অনলাইন পোর্টাল আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মদ ইসমাইল ও সাংবাদিক আব্দুল আলিম সাইফুল, আব্দুল মালেক ও মঈন উদ্দিন লিটন, প্রমুখ। এ সময় বক্তরা সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন এবং করোনা কালীন সময়ে সকলের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বাংলাদেশ বিজনেস ফোরাম-বিবিএফ সভাপতি কামাল হোসেইন খান সুমন।

























