ইতিহাস এমন একটি বিষয় যা মানব সভ্যতার প্রাচীন ইতিহাস কে সকলের সামনে তুলে ধরে। এমনই আরো একটি নিদর্শন পাওয়া গেল তুরস্কের মাটিতে। এনডিটিভি সূত্রের খবর অনুসারে স্বরলিপি সহ প্রায় আড়াই হাজার বছর আগের একটি বই উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর তুরস্কের উত্তরাঞ্চলের প্রদেশ থেকে এটি উদ্ধার করে পুলিশ। এই গ্রন্থটিকে সেখানকার বাসিন্দারা নিজেদের ধর্ম গ্রন্থ হিসাবে মনে করত। এদিকে এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি সন্দেহভাজনের গাড়ি থামিয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ। এরপর থেকে এই প্রাচীন বই বা পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়। আসমানী কিতাব ২০০০ থেকে ২৫০০ বছরের প্রাচীন নিদর্শন।
বইটি গাড়ির পেছনে একটি ব্যাগে প্লাস্টিকে মোড়ানো ছিল। ব্যাগ তল্লাশি করে গ্লাভস পরে পুলিশ স্বর্ণের এই পান্ডুলিপিটি বের করে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চোরাচালানের সঙ্গে যুক্ত। উল্লেখ্য তাওরাত হচ্ছে হিব্রু ভাষায় লিখিত ধর্মগ্রন্থ। এই বইটি ঐশী গ্রন্থ হিসাবে মনে করেন অনেকে। এর ওপর সৃষ্টিকর্তার তরফ থেকে অবতীর্ণ করা নানা কথা লেখা রয়েছে। এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের আগে লেখা হয়েছিল। ইতিহাসবিদরা মনে করছেন অতীতের নানা ধরনের কাজের এবং সেই সময়ের নানা উল্লেখ্য ঘটনা এই বইতে তারা জানতে পারবেন। পাশাপাশি বইটি প্রতিটি পাতা সোনা দিয়ে মুড়ে রাখা হয়েছে। এর প্রতিটি অক্ষর সোনা দিয়ে লেখা । তাই একদিকে যেমন ইতিহাসের পাতায় এই বইয়ের গুরুত্ব অপরিসীম। ঠিক তেমনিভাবে এই বইটির আনুমানিক মূল্যও এখন অনেক। তাই সব দিক থেকে দেখতে গেলে বইটিকে এখন বিশেষ একটি নজরবন্দি স্থানে রেখে দিয়েছে তুরস্ক সরকার। ইতিহাসবিদরা এই বইটির অনুসন্ধান করে দেখছেন যে, এখান থেকে ইতিহাসের নতুন কোন বিষয় তারা জানতে পারেন।
Discussion about this post