জাজিরাতুল আরব তথা মধ্যপ্রাচ্যে পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র ‘বেছাল শরীফ’ উদযাপন করা হয়েছে।
কভিট-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থবিধি মেনে মুনিরীয়া যুব তবলীগ কমিটি-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার-সহ বিভিন্ন দেশে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উদযাপন করা হয়।
সংযুক্ত আরব আমিরাত সরকারের স্বাস্থবিধি মেনে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান , ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ বিভিন্ন বিভাগে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সাংগঠনিক তদারক পরিষদের বাস্তবায়নে সালানা ওরছ উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে ৫৭ নং দুবাই শাখার বাস্তবায়নে পবিত্র মি’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লাইলাতুল মি’রাজুন্নবী) ও কাগতিয়ার হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র সালানা ওরছে পাক উপলক্ষে এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) শাখা কার্যালয়ে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্টাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ‘বেছাল শরীফ’ স্মরণে “পবিত্র মিরাজুন্নবী (দঃ) এর বরকতময় রজনীতে বন্ধুর সাথে বন্ধুর মিলনে খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ছায়্যিদুল মুরছালিন, শফিউল মুজনবীন, রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মোস্তফা (স.) ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছে আজম রাদ্বিয়াল্লাহু আনহু এবং ফাতেমায়ে ছানি, জামানার রাবেয়া বসরী, রূহানী আম্মাজান রাহমাতুল্লাহি আলাইহার পবিত্র রূহ মোবারকে ঈছালে ছাওয়াব প্রেরণের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে কুরআন তেলোয়াত করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান, নাতে মোস্তফা (দঃ) পেশ করেন মুহাম্মদ ইকবাল হোসেন, শানে দরবারে কাগতিয়া পেশ করেন যথাক্রমে-মুহাম্মদ মিল্লাত, মুহাম্মদ ফরহাদ
শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন এর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ- সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ জাহেদ।
এশায়াত সেমিনারের প্রবন্ধ পাঠ করেন সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাঈনুল ইসলাম জাহেদ। প্রবন্ধের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এশায়াত সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইমন। সমাপনী বক্তব্য পেশ করেন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন।
সেমিনার বক্তারা বলেন, প্রকৃত সালানা ওরছ কেমন হয় তা কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের সালানা ওরছ না দেখলে বুঝা অসম্ভব। প্রিয় রাসুল (দ.) এর পরিপূর্ন সুন্নত অনুসারে অত্র দরবার শরীফের সালানা ওরছ ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে গরু, মহিষ, নজর-নেওয়াজ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
হয়রত গাউছুল আজম হলেন আশেকে লাছানী। যিনার তাওয়াজ্জুহর মাধ্যমে শত শত আশেক প্রীয় নবী করিম (স.) এর নূরে বাতেন হাসিল করেন। প্রিয় নবী (স.),নূরে মুজাচ্ছম যে জাতে পাকের ছিনা মোবারকে আল্লাহ পাক রাব্বুল আলামীন আমানত রেখেছেন পৃথিবীর বুকে কারো শক্তি নেই যে, তা নিভিয়ে দেবার সুতরাং ধৈর্য ও শান্তির মাধ্যমে আল্লাহ ও রাসুলের অনুগত্য করা গাউছুল আজম আমাদের সেই শিক্ষা দিয়েছেন। প্রিয় গাউছুল আজম (রা.) এর এখলাছ গড়া এই ত্বরিকতের শান্তির পয়গাম নিয়ে তাইতো বিশ্বের বুকে ছুটে চলে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী
পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তি, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন ও পরকালীন মুক্তি ও করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে বিশ্ববাসীর সুরক্ষা ও মুক্তি কামনা করে এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল(দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছে আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






















