প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো ধরনের ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সৌদি আরবে তিনদিনের সফর শেষে বুধবার ঢাকায় ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে।
বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেয়ার জন্য প্রস্তাব দিয়েছি।
এটি গৃহীত হয়েছে।
এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।
তিনি আরও বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়াতে ২৫ ডলার ফি নেয়া হয়।
এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নিতে ‘তাওয়াক্কাল’ অ্যাপে আবেদন করতে হয়।
আমাদের যেসব প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা টিকা নিতে পারছিলেন না।
এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।
Discussion about this post