ফেনীতে এবি পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ডাঃ ইলিয়াছকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার শাহ আলম বাদলকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে ফেনী শহরের ‘কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে’ আমার বাংলাদেশ পার্টি ফেনী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ডাক্তার শামছুদ্দিন ইলিয়াছের সভাপতিত্বে এবং পার্টির জেলা সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির আহবায়ক, প্রাক্তন সচিব এ.এফ.এম সোলায়মান চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন পার্টির যুগ্ন আহবায়ক প্রফেসর ডাক্তার মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, পার্টির সদস্য-সচিব মজিবুর রহমান মনজু৷
উক্ত সম্মেলনে আমার বাংলাদেশ পার্টি ফেনী জেলার ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়৷ কমিটির আহ্বায়ক ডাঃ মােঃ শামছুদ্দিন ইলিয়াছ৷ যুগ্ম আহ্বায়ক প্রভাষক মু. ফজলুল হক অধ্যক্ষ মােঃ জিলানী মজুমদার, জাফর আহাম্মদ, শেখ ফরিদ (অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তা), মাষ্টার আহসান উল্লাহ৷ সদস্য সচিব প্রকৌশলী শাহ আলম বাদল৷ যুগ্ম সদস্য সচিব জিল্লল্লাহিল বাকী আফলাতুন, আব্দুল মােতালেব ডালিম পাটোয়ারী৷ সহকারী সদস্য সচিব মনির আহাম্মদ, জনাব নুরুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আনসারী, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক ভূঞা প্রমুখ৷
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব বি.এম নাজমুল হাসান, ব্যরিস্টার জোবায়ের মাহমুদ৷ আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব খালিদ হাসান, ইব্রাহীম সাদাত, আমজাদ খান ও শাহ্ আব্দুর রহমান৷
আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মীর হোসেন, জিলানী মজুমদার, জাফর আহমেদ, মামুন আনসারী, ওয়াসিউর রহমান খসরু, জাহানারা আক্তার মনি, প্রভাষক মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম কামরুল প্রমুখ৷
Discussion about this post