বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওয়ানা দেয়ার সময় বরিশালের কীর্তণখোলা নদীতে দুইটি ট্রলার ডুবে গেছে। তবে কোনো নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চরমোনাই সংলগ্ন কীর্তণখোলা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্য রওয়ানা দেয় মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে দুইটি ট্রলারই নদীতে ডুবে যায়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিল। তারা সবাই সাঁতরে তীরে ওঠে। আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধার করে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় হাজার হাজার মানুষ ট্রলার ও লঞ্চে গন্তব্যে রওয়ানা করে। এর মধ্যে দুইটি ট্রলার নিমজ্জিত হয়ে যায়। যাত্রীরা ওই দুই ট্রলারেই ভেসে থাকে।
উল্লেখ্য, শনিবার ৮টা ২৫ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় চরমোনাই মাহফিলের। ১৫ মিনিট ব্যাপী মাহফিলে মোনাজাত শেষে মুসল্লিরা যার যার গন্তব্যে রওয়ানা করেন। গত বুধবার ২৪ ফেব্রুয়ারি মাহফিল জোহর বাদ শুরু হয়। সেখানে কয়েক লাখ লোক অংশগ্রহণ করেন।
Discussion about this post