মহামারী করোনার মাঝে ও থেমে নেই আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ঘুরে দাড়ানোর প্রচেষ্টা। অত্যন্ত সাহসীকতার সাথে এগিয়ে যাওয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা তবে তাদের এ যুদ্ধে সবাইকে(প্রবাসী ভাইদের) পাশে চান তারা।। সে ধারাবাহিকতায় শারজা আল সুর এরিয়াতে (মিনা রোডের ADCB ব্যাংক এর পাশে) মদিনা আল খাইর সুপার মার্কেট (MADINA AL KHYR SUPER MARKET) নামে একটি প্রতিষ্টানের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহনেওয়াজ মাহমুদ এর উপস্থিতিতে, উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সহ সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,ব্যাংকার মাহবুব আলম, যমুনা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি সাংবাদিক রফিকউল্লাহ, সি প্লাস টিভির উত্তর আমিরাত প্রতিনিধি সাংবাদিক ইশতিয়াক আসিফ।
বিশেষ অতিথি এস, মোদাচ্ছের শাহ তার বক্তব্যে প্রতিষ্ঠানের শুভকামনার সাথে সাথে সবাইকে গ্রাহক হয়ে বাংলাদেশি ব্যাবসায়ীদের এগিয়ে যাওয়াকে আরো গতিশীল করার জন্য আহবান জানান এবং পণ্যের মান ও গ্রাহকদের সুবিধার দিখে খেয়াল রাখার জন্য অনুরোধ জানান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহনেওয়াজ তার বক্তব্যে বলেন, আপনারা জানেন এই করোনা কালিন মুহুর্তে প্রায় ২ লক্ষের ও অধিক মানুষ আমিরাতে প্রবেশ করেছে ভিজিটে। এই প্রতিকূল পরিবেশে ও তাদের কর্মসংস্থান সৃষ্টি র প্রচেষ্টায় আমার এই পথচলা,তিনি আরো বলেন আমরা কোওয়ালিটির ব্যাপারে কোন কম্প্রমাইজ করবনা। চেষ্টা করব সূলভ মূল্যে ভাল কিছু দেওয়ার। সে জন্য উনি সকল বাংলাদেশিদের সহযোগীতা ছেয়েছেন। এবং গ্রান্ড ওপেনিং এ আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এমদাদ, সাইফুদ্দিন নয়ন,নেজাম উদ্দিন, মুরশেদ আলম,মোহাম্মদ আজম,হাবিবুর রহমান সহ অনেকে। দা-র আল নৌফ ও আল স্টুল নামে উনার আরো ২ টা প্রতিষ্ঠান রয়েছে।























