পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি আজ সোমবার স্থানীয় সময় সকালে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েঘ’র সাথে তার দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মন্ত্রী বর্তমানে আবুধাবিতে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন IDEX এবং নেভাল ডিফেন্স এক্সিবিশন NAVDEX ২০২১ এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আবুধাবি অবস্থান করছেন।
বৈঠকে আরব আমিরাতের প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে অগ্রগতি সাধন করেছে এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বের অংশগ্রহণ, দু’দেশের ৫০ তম জন্মজয়ন্তী উদযাপন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমিরাতের সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, ব্যাবসা বানিজ্যে বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, ইউএইতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাব্যবস্থাপক এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
Discussion about this post