সংযুক্ত আরব আমিরাতে দুবাই’র বৈধ আবাসিক বাসিন্দাদের ফিরে আসতে এখন থেকে আর জেনারেল ডিরেক্টরি অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (GDRFA) থেকে এপ্রুভাল বা অনুমোদনের দরকার নেই বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। ফলে এখন থেকে দুবাই প্রবাসীদের ফিরতে কোনো ধরনের অনুমতি নেওয়া লাগবে না।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ফিরে আসা গ্রাহকেদেরকে ইমেইলে উল্লেখ করা হয়েছে, দুবাইয়ের আবাসিক ভিসাধারীদের অনুমোদনের দরকার নেই।
১২ ই ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে। তাই বর্তমানে দুবাইয়ে ফেরত আসা যাত্রীদের পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই। এর আগে, দুবাই’র সব বাসিন্দাদের আমিরাতে ফিরে আসতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।
তবে সফরের জন্য এখন থেকে যাত্রীদেরকে ৭২ ঘন্টা মেয়াদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্টে সার্টিফিকেট সাথে নিয়ে আসতে হবে ।
Discussion about this post