জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনলাইন গণমাধ্যম ‘ঢাকাপোস্ট. কম’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের বেস্ট ওয়েস্টার্ন পার্ল ক্রিক হোটেল হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা।
মঙ্গলবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এসময় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি ও এসএ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, সময় টেলিভিশনের আরব আমিরাতের প্রতিনিধি মোহাম্মদ শিবলী আল-সাদিক, দৈনিক সমকাল’র আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ ইখতিয়ার পাভেল। আল-মিশফালা কার্গোর সত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুল হোসেন , মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য মো. ফরহাদুজ্জামান ছাড়া অনুষ্ঠানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য মুহাম্মদ মুছা জাকির, বাংলা এক্সপ্রেস প্রতিনিধি খোরশেদুল আলম, দৈনিক সকালের সংবাদ এর আমিরাত প্রতিনিধি মুহাম্মদ ইরফানুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মঞ্জুরুল আলম, মো. ইকবাল হোসেন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, রেজাউল করিম, সৈয়দ ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা।
Discussion about this post