বেলজিয়ামের ডিজন শহরে বাংলাদেশি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
দেশটির-জার্মান সীমান্তের লাগোয়া ডিজন পৌরসভায় সোমবার বিকেলে এক প্রবাসীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী বাংলাদেশের হবিগঞ্জের চয়ন রায়।
দু’জন ডাকাত দোকানে ঢুকলে দোকান মালিক চয়ন রায়ের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এতে ডাকাতদের একজন আহত হলেও অর্থ নিয়ে চলে যায় তারা।
দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনার প্রতিটি অনুক্রম রেকর্ড করা হয়।
ছুরি নিয়ে অনেক সময় ধস্তাধস্তির পরও চয়ন রায় পুরো অক্ষত ছিলেন।
পুলিশ এবং ফরেনসিক বিভাগের লোকজন এসে আলামত নিয়ে গেছে।
পুলিশ বলছে তদন্ত করে তাড়াতাড়ি ডাকাতদের বের করতে সক্ষম হব।
এদিকে ডিজন শহরের মেয়র ভেরনিক বনি এবং সিপিএএসের প্রেসিডেন্ট রেজিস চয়ন রায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন ডাকাতদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
Discussion about this post