করোনাভাইরাস সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গত ১৩ জানুয়ারি থেকে চলছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)।
প্রথম দফায় জারি করা এই লকডাউন শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি।
তবে দেশটিতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
দ্বিতীয় দফায় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারাওয়াক প্রদেশ ব্যতীত সারা দেশজুড়ে এই এমসিও ২.০ লকডাউন বহাল থাকবে।
মঙ্গলবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব।


























