করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণের আশঙ্কায় ব্যস্ততম ফ্লাইট রুট আরব আমিরাতের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যাপকহারে সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার একটি নতুন স্ট্রেইন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাজ্য। এসব কারণে সংযুক্ত আরব আমিরাত, বুরুন্ডি ও রুয়ান্ডাকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ এরইমধ্যে যুক্তরাজ্যগামী বা যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করার কথা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
এদিকে, ব্রিটিশ পরিবহণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস টুইট বার্তায় জানায়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড কিংবা অন্য যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি থাকা তৃতীয় কোনো দেশের নাগরিক যদি ১০ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকেন, তাহলে তাঁরা আরব আমিরাত, বুরুন্ডি বা রুয়ান্ডা থেকে কিংবা এসব দেশ হয়ে এলেও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

























