মুহাম্মদ মোরশেদ আলম, ইউএইঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সকল নিয়মনীতি মেনে,সামাজিক দূরত্ব বজায় রেখে এশায়াত মাহফিল করেছে অরাজনৈতিক, তরিক্বতভিত্তিক, আধ্যাত্মিক সংগঠন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখা। বুধবার রাতে (২৭ জানুয়ারি) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইস্থ শাখা কার্যালয়ে হযরত সিদ্দিকে আকবর (রাঃ) এর ফাতেহা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে নুরানি এ মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ মোরশেদ এর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তাফা পেশ করেন মুহাম্মদ ইকবাল হোসেন। দরবারের শানে পবিত্র কছিদা শরীফ পেশ করেন মুহাম্মদ বোরহান উদ্দীন ও মুহাম্মদ হাশেম।
মুহাম্মদ মাইনুল ইসলাম জাহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ সচিব প্রকৌশলী মুহাম্মদ জাহেদুল ইসলাম।
হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিয়াল্লাহু আনহু ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে বিশেষ আলোকপাত করেন অনুষ্ঠানের সভাপতি তথা ৫৭ নং দুবাই শাখার সভাপতি,দুবাই বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন।
এছাড়াও মাহফিলে বিভিন্ন অঙ্গনের গন্যমান্য ব্যক্তি বর্গ, প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তির জন্য শেফায়ে দায়েমি, দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর সুরক্ষা ও মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post