গত ২৪ ই জানুয়ারী আরব আমিরাতের রাস আল খাইমায় হাটহাজারী প্রবাসী জসিম উদ্দীন মৃত্যুবরন করেছেন । স্হানীয় সময় সকাল ৮.৩০ মিনিটে রাস আল খাইমার আল সাকর হাসপাতালে মৃত্য বরন করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত রাস আল খাইমায় আল খরান বাজারে বসবাস করতেন। ইলেকট্রিক এন্ড প্লামবারের ওস্তাদ হিসেবে কর্মরত ছিলেন। করোনাকালীন সময়ে তিনি দীর্ঘদিন বাংলাদেশে অবস্হান করার পর আমিরাতে ফিরে আসেন। আমিরাতে আসার মাসখানেক পর জসিম উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে রাস আল খাইমার একটি মেডিকেলে প্রায় ১৫ দিন চিকিৎসা সেবা নিয়েছেন।
অপারেশনের পর ডাক্তার পরামর্শ দিয়েছিলেন, যেন ভারী কাজ না করে। তিনি কর্মস্হলে ফিরে আবার কাজ শুরু করলে হঠাৎ নিজ রুমেই ব্রেইন স্ট্রোক করেন। পরবর্তীতে মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জসিম উদ্দিন চট্রগ্রামের হাটহাজারী থানার পূর্ব গুমান মর্দন ইউনিয়নের মিল্লাত আলী বাড়ীর মৃত ইউনুছ এর একমাত্র পুত্র। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তান ও স্ত্রী রেখে যান। বড় ছেলের বয়স ১৫ এবং ছোট ছেলের বয়স ১৩ বছর।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের লাশ রাস আল খাইমারআল সাকর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া শেষ করে শীঘ্রই মরদেহ দেশে পাঠানো হবে।
Discussion about this post