কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী মামাতো ভাইয়ের সঙ্গে রাত্রীযাপন করার সময় হাতেনাতে ধরা খেয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ধরা পড়ার দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সময় স্থানীয়রা মামাতো ভাই সিরাজুল ইসলাম রাজকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে ওই নারীসহ রাজকে থানায় নিয়ে আসে। পরে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুজনকেই আদালতে পাঠানো হয়। সিরাজুল ইসলামের বাড়ি নবাবচর গ্রামে।
স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে আফ্রিকা প্রবাসী। তিনি সম্পর্কে রাজের মামাতো বোন। স্বামীর অবর্তমানে রাজের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক হয়।
মাঝে মধ্যেই আত্মীয়তার সূত্র ধরে নারীর শ্বশুরবাড়িতে তার কক্ষে রাতে যাতায়াত করতেন তিনি। গেলো মঙ্গলবার রাতে ওই নারীর কক্ষে ঢোকেন রাজ। বিষয়টি টের পেয়ে বুধবার ভোরে তাকে ধরে গণধোলাই দেন প্রতিবেশীরা।
Discussion about this post