দীর্ঘ সাড়ে তিন বছর পর সৌদি আরবের বিমানবন্দরে নেমেছে কাতারের বিমান। এর মাধ্যমে দুই দেশের সংকটের অবসান হলো। পুনরায় সম্পর্ক স্থাপনের চুক্তির পর একে অপরের জন্য সীমান্ত খুলে দেয়।
গ্রিনউইচ সময় অনুযায়ী সোমবার ১১টায় কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়ন করে। বারোটায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে রিয়াদে তাদের নিয়মিত ফ্লাইট চালু হলো।
দোহা থেকে বিমানটি উড্ডয়নের সময় বিমানকর্মীদের ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়েছিল বলে জানিয়েছেন এএফপির সংবাদদাতা।
Discussion about this post