মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মানবপাচারে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই বাংলাদেশির নাম মোক্তার হোসেন।
তিনি একটা সময় মেক্সিকোর মন্টেরিতে থাকতেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি জানিয়েছে।
সেখান থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আদালতে তিনি স্বীকার করেন, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ এর আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন।
এজন্য মন্টেরিতে তিনি একটি হোটেলের ব্যবস্থাও রেখেছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রগামী অভিবাসনপ্রত্যাশীরা আশ্রয় নিত। ৩১ বছর বয়সী মোক্তার ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন। গত বছরের আগস্টে তিনি আদালতে দোষ স্বীকার করেন। চলতি বছরের ৭ জানুয়ারি তার সাজার রায় হয়।
Discussion about this post