কাতারের সাথে আকাশ, জল ও স্থল পথের সকল বর্ডার খুলে দিচ্ছে আমিরাত, সংযুক্ত আরব আমিরাত “আল উলা ঘোষণা” এর স্বাক্ষরের পরে বিগত ৫ জুন, ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে নেওয়া সমস্ত পদক্ষেপের সমাপ্তি শুরু হয়েছিল।
এই চুক্তি উপসাগরীয়, আরব ও ইসলামিক স্তরের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করবে। আমিরাত কাতারের সাথে আকাশপথ সহ তাদের সকল রকম সীমান্ত খুলে দিচ্ছে।
এবং পরবর্তীতে তারা কাতারের সাথে কাজ করবে তাদের সকল দ্বিপাক্ষিক চুক্তির ফয়সলা সম্পাদন করতে। দেশটির বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের সকল যাত্রীবাহী বিমান এবং কার্গো বিমানের সাথে সমন্বয় করে দু’দেশের মধ্যে তফসিলযুক্ত ও নির্ধারিত ফ্লাইট পুনরায় চালু করবে।
Discussion about this post