করোনা মহামারি কালে ধর্ষণেরও মহামারি হয়েছে উল্লেখ করে ইতিহাসবিদ ও বিউপি’র (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ধর্ষক এবং ধর্ষণে অভিযুক্ত প্রমাণ হলে অপরাধীদের স্টেডিয়ামে অপেন ফায়ারিং স্কোয়াডে দেয়া উচিৎ। আর তা করা দরকার ঘোষণা দিয়ে, প্রকাশ্যে।
সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাগুলোতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর কোন বিবৃতি দেখছি না। অথচ আমাদের এখানে দোষীদের মৃত্যুদন্ড প্রদান করলে তারা বিবৃতি প্রদান করে, তা রহিতের কথা বলে।
তিনি বলেন, এখানকার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে ধর্ষণ বেড়েছে তা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। ধর্ষণের মহামারি রোধে প্রয়োজন হলে জনসম্মকে ফায়ারিং স্কোয়াডে দিতে হবে অভিযুক্তকে। অন্যথায় তা বন্ধ হবে না।
Discussion about this post