দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৭১ জন। মোট শনাক্ত ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৩৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post