ইশতিয়াক আসিফ, পূর্বের ঘোষনা অনুযায়ী আজ ২ জানুয়ারী শনিবার থেকে আবুধাবিতে দার্ব(ডি এ আর বি) টোল গেইট চার্জ চালু হয়েছে। মোবাইলে দার্ব সফটওয়্যার এর মাধ্যমে গাড়ী নিবন্ধন না করলে,কর্তৃপক্ষ গাড়ীর মালিকদের অনুরোধ জানিয়েছেন যেন নিবন্ধন কার্য সম্পন্ন করেন। অন্যথায় নিবন্ধন না করলে আবুধাবি শহরের দিকে যাওয়া চারটি সেতু অতিক্রম করলে জরিমানা গুনতে হতে পারে।
আবুধাবিতে যে চারটি টোল গেটে ফি গণনা করা হবে তা হলো –
শেখ জায়েদ সেতু, শেখ খালিফা সেতু, আল মাক্তা সেতু এবং মুসাফাহ ব্রিজ। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাত টা থেকে নয়টা এবং বিকাল পাঁচ টা থেকে সাত টা, এ সময়ে নির্দিষ্ট গেইট গুলো অতিক্রম করলে প্রতি গেইটে ৪ দেরহাম চার্জ কর্তন হবে। তবে শুক্রবার এবং সরকারি ছুটির দিন এ চার্জ কাটা হবে না বলে কর্তৃপক্ষের একি ঘোষনায় জানা যায়।
Discussion about this post