ফেনী প্রেস ক্লাবের ২০২১ সালের নির্বাচনে একাত্তর টিভির ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু কে সভাপতি ও বৈশাখী টিভির ফেনী জেলা প্রতিনিধি রাজন দেবনাথ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন,সহ-সভাপতি শাহ আলম ভুঁইয়া, তমিজ উদ্দিন আমাদের ফেনী, এমএ সাঈদ খান আমার বার্তা, উদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক-মফিজুর রহমান ফাইন্যান্সিয়ালএক্সপ্রেস, জাবেদ হোসাইন মামুন যুগান্তর, বৈকালী। কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক সমির উদ্দিন ভুঁইয়া ইনডেপেন্ডেন্ট টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলাউদ্দিন দৈনিক আমার কাগজ, ক্রীড়া সম্পাদক এ কে আজাদ স্বদেশ প্রতিদিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন মেহেদি।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, আবুল কাশেম চৌধুরী বাংলাদেশ বেতার, রফিকুল ইসলাম বাংলাভিশন, আজাদ মালদার আরটিভি, জাফর সেলিম এশিয়ান টিভি, দিলদার হোসেন স্বপন চ্যানেল টুয়েন্টিফোর, শেখ ফরিদ উদ্দিন আত্তার দেশ টিভি, আবুল হাসান সবুজ নীহারিকা , জহিরুল হক মিলন আলোকিত বাংলাদেশ |
সাধারণ পরিষদের সদস্যরা হলেন, মো.জাফর উল্যাহ আনন্দ টিভি, সাইফুল ইসলাম প্রভাতি খবর, এমাম হোসেন প্রথম ফেনী, শহীদুল ইসলাম দৈনিক জনবাণী।
সহযোগি সদস্যরা হলেন, মো. সাদ্দাম হোসেন গণি ঢাকা প্রতিদিন, নির্ভীক, সিরাজ উদ্দিন দুলাল,নান্টু লাল দাস,আবুল হোসেন রিপন, আবু ইউছুপ মিন্টু , পলাশ ভৌমিক, আবু মনছুর , মিরাজুল ইসলাম মামুন ক্যামরা পার্সন বাংলা ভিশন, জহিরুল ইসলাম কামরুল, এসবি সাজু।
এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজকোর্টের পিপি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। সভাশেষে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহআলম ভূঞা, তমিজ উদ্দিন ও জাফর সেলিম। নির্বাচন শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
Discussion about this post