করোনা থেকে সুস্থ হয়ে মারা গেলেন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান। ভোট চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরই করোনা ভাইরাস ধরা পড়ে তার। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় হাসপাতালেই মারা যান তিনি।
জানা যায়, কয়েক দিন আগে তার করোনা নেগেটিভ এসেছে। তবে ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়ে গিয়েছিল। করোনায় আক্রান্ত থাকা অবস্থায় তার পক্ষে প্রচারণায় অংশ নেন দাকোপ উপজেলা, জেলা ও নগর বিএনপির নেতারা। নির্বাচনে অনিয়মের অভিযোগে সোমবার বেলা পৌনে ২টায় ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। আবুল খয়ের খান দাকোপ উপজেলা বিএনপির সভাপতি ও চালনা পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন।।
Discussion about this post