বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য বিরোধী বক্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ইউএই বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই সহ সহযোগী সংগঠনগুলো।
গত রবিবার দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তারা কখনো স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকরা আপোষ করে না। ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে রাষ্ট্র বিরোধী কাজ করা হয়েছে। তাই সরকারের উচিৎ রাষ্ট্রদ্রোহ মামলায় অপরাধীদের গ্রেফতার করা।
মানববন্ধন শেষে দুবাইস্থ কনস্যুলেট অফিসের ডেপুটি কনসাল জেনারেল শহিদুল ইসলামের কাছে স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতারা। স্মারক লিপিতে হেফাজতের আমির বাবুনগরী এবং হেফাজত নেতা মামুনুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্যের জন্য গ্রেফতার দাবি করা হয়েছে।
এ সময় উপস্তিতি ছিলেন ইঞ্জিনিয়ার জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, ইসমাইল গনি, ইঞ্জিঃ আবু নাসের, সাইফুদ্দিন, প্রফেসর সবুর সহ প্রায় দুই শতাধিক প্রবাসী নেতা কর্মী।
Discussion about this post