বাংলাদেশে তৈরি প্রথম গাড়ি নিয়ে আসলো পিএইচপি অটোমোবাইলস। শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেঁজগাও পিএইচপি অটোমোবাইলের শোরুমে ২০২১ মডেলের নিউ সাগা এমসিসি সিগন মডেলের এ গাড়িটির উদ্বোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন।
পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ বলেন, ১৫০০ সিসির এ গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে। তবে গাড়তে আনা হয়েছে নতুনত্ব। গ্রীন, বাম্পার, ইন্টেরিয়র, গিয়ার বক্স, কুশনসহ ইঞ্জিনে আনা হয়েছে পরিবর্তন। যা বাইরের দেশের গাড়িগুলোর থেকেও উন্নত।
তিনি বলেন, গাড়িটি দেশের বাজারে পরিবর্তন ঘটাবে। আশা করছি ঢাকার মার্কেটে একটি বড় ধরনের পরিবর্তন আনা হবে। তবে মানুষের দেশে তৈরি গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ থাকা উচিত। তাতে অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।
Discussion about this post