দুবাইয়ে ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুট, বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালে চলচে তাদের ফ্লাইট।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরেও চারটি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মো.কামরুল ইসলাম।
Discussion about this post