কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাবিবুরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অভিযুক্ত হাবিবুর তার প্রতিবেশীর চার বছর বয়সী মেয়েকে নারিকেল খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে শিশুটিকে কান্না করতে দেখতে পান তার নানী ফরিদা বেগম।
শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, হাবিবুর তাকে নারিকেল দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে গিয়ে পরিধেয় কাপড় খুলে ফেলে জড়িয়ে ধরেছেন। এমন কথা শুনে তার মা পরীক্ষা করে দেখেন শিশুটির যৌনাঙ্গ লাল হয়ে ফুলে গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার দুপুরে হাবিবুরকে গ্রেফতার করে।
Discussion about this post